![সাংবাদিক মো: মাহবুবুর রহমানকে প্রাণনাশের হুমকির ঘটনায় ডিআরইউ’র নিন্দা](https://www.dru.com.bd/uploads/shares/DRU_Web_Logo-2023-12-15-19-05-41.jpg)
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিনিয়র রিপোর্টার মো: মাহবুবুর রহমানকে প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ। হুমকীর ঘটনায় তিনি রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং-৭৮৮)।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
মো: মাহবুবুর রহমান জিডিতে উল্লেখ করেন, ‘অদ্য ১৩/১২/২০২৩ইং বুধবার সময় আনুমানিক সন্ধ্যা ৬.১৫ ঘটিকায় রমনা থানাধীন শান্তিনগর ফ্লাই ওভারের উপরে মৌচাকের দিকে যাওয়ার সময় একটি মাইক্রোবাস নং ঢাকা মেট্রো চ ২০-৩৫১৭ আমার বাইকের ( নং ঢাকা মেট্রো হ ৬৯-১৩৭৮) পাশে ধাক্কা দেয়। ধাক্কা দিলে আমি বাইক থেকে নেমে তার গাড়ির কাছে গেলে গাড়ির ড্রাইভার (নাম অঞ্জাত- ৩০) ও গাড়ি থেকে নেমে আসে। আমি ড্রাইভার কে ধাক্কা দেয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে সে উল্টো আমার দোষ দেয়। আমাকে উক্ত গাড়ির ড্রাইভার ভয় দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করে চলে যেতে বলে। আমি বললাম ভাই আপনি দোষ করে আবার আমাকেই হুমকি দিচ্ছেন এটা কেমন কথা? এর মধ্যে গাড়ির মধ্যে থাকা বাকী ৩ জন লোক আমার কাছে তেড়ে এসে আমাকে মারার হুমকি দেয়। এটা নিয়া বাড়াবাড়ি করলে তারা আমাকে দেখে নিবে বলে বিভিন্নরকম ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করেন। আমি জীবনের নিরাপত্তাহীনতা ভেবে ওখান থেকে চলে আসি।
উল্লেখ্য যে, আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছি।’
বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।