ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার (অপরাধ) আর. এম সালেহ আকরাম তালুকদার (রিয়াদ তালুকদার) প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ। হুমকীর ঘটনায় তিনি রাজধানীর মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং-১৭০৫)।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
আর. এম সালেহ আকরাম তালুকদার (রিয়াদ তালুকদার) জিডিতে উল্লেখ করেন, ‘গত ১২ ডিসেম্বর বাংলা ট্রিবিউনে বাংলাদেশ সিভিল এভিয়েনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান ভিত্তিক প্রতিবেদন প্রকাশিত হয়। যার প্রেক্ষিতে সোমবার ১৮ ডিসেম্বর দুপুর একটার দিকে আমার ব্যবহৃত ০১৯১৮১৯২২৮৮ নাম্বারে ০১৮৮৬৩৬৩১৭১ এই নাম্বার থেকে পরিচয় না দিয়ে আমার নাম উল্লেখ করে অপরপ্রান্তে থাকা ব্যক্তি বলতে থাকে আপনি বদরুল জিন্নাহ কাকাদের নিয়ে কেন নিউজ করেছেন। বিষয়টা ভালো হলো না। আপনি রাস্তায় বের হবেন না। রাস্তায় আপনার লাশ পড়ে থাকবে। এ সময় বিভিন্নভাবে ভয়-ভীতি এবং হুমকি দিয়ে লাইন কেটে দেয় সে অজ্ঞাতনামা ব্যক্তি।’
বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।