![সাংবাদিক বদিউল আলমের জন্য দোয়া কামনা](https://www.dru.com.bd/uploads/shares/DRU_Web_Logo-2023-12-15-19-05-41.jpg)
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও নিউজ টুডের সিটি এডিটর বদিউল আলম অসুস্থ। বাম কিডনিতে সিস্ট ধরা পড়ায় আজ রোববার ২৪ ডিসেম্বর, ২০২৩ রাজধানীর ইনসাফ বারাকা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। আগামীকাল সোমবার অপারেশন করা হবে।
বদিউল আলমের শারীরিক সুস্থতার জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন সবার কাছে দোয়া চেয়েছেন।
বদিউল আলমের মোবাইল নম্বর : 01817575341