ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য এবং দি সাউথ এশিয়ান টাইমসের সম্পাদক ও প্রকাশক দীপক আচার্যের গাড়িতে আঘাতের ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ। এ ঘটনায় তিনি রাজধানীর মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং-৮১)।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
দীপক আচার্য জিডিতে উল্লেখ করেন, ‘গত ৩১ ডিসেম্বর ২০২৩ ইং রাত আনুমানিক সাড়ে ১১টায় মিরপুর মডেল থানাধীন পূর্ণিমা রেস্টুরেন্ট সিগনালে দাঁড়ানো অবস্থায় আমার নিজ ব্যবহৃত প্রাইভেট কার নম্বর ঢাকা মেট্রো গ ২৭-৪১৪৭ একটি অজ্ঞাতনামা ট্রাক সজোরে আঘাত করে চলে যায়। এতে আমার গাড়িটি অনেক ক্ষতিগ্রস্থ হয় এবং আমি ভয়ে আতংকগ্রস্থ হয়ে পড়ি। তৎক্ষণাৎ ট্রাকটির নম্বর সংগ্রহ করা সম্ভব হয়নি।
বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।