ডিআরইউ/০১৪৩/২০২৪(০১) তারিখ: ২১ জানুয়ারি, ২০২৪
শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নিরাপত্তা প্রহরী মো. শুকুর আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ রোববার (২১ জানুয়ারি, ২০২৪) সন্ধ্যা ৬টায় শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের জটিলতা ও ডায়াবেটিস রোগে ভূগছিলেন।
তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল নামাজে জানাজা শেষে শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে ।
মো. শুকুর আলীর মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।