ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দিগন্ত টেলিভিশনের বার্তা সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি কোঅপারেটিভ সোসাইটির সহসভাপতি শাহীন হাসনাতের মাতা বেগম শামসুন্নাহার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রাজধানীর বাসাবো কদমতলায় তিনি মারা যান।
তার বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৬ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার বাদ ফজর কদমতলা মসজিদুল আমান মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
শাহীন হাসনাতের মাতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শাহীন হাসনাতের মোবাইল নম্বর- 01552318832