সাংবাদিক সাগর ও রুনি দম্পতি হত্যার অবিলম্বে বিচার দাবি করেছেন সাংবাদিকরা। তারা বলছেন, ১২ বছরেও মামলার তদন্ত শেষ না হওয়া অত্যন্ত লজ্জার। তদন্তকারী সংস্থা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। পিবিআই বা অন্য সংস্থাকে তদন্তের দায়ীত্ব দিয়ে অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা এ দাবী জানান।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন। এরপর গত ১২ বছর ধরে এই হত্যার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সাগর রুনি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় ১০৫ বার পিছিয়েছে । আগামী ২৭ ফেব্রুয়ারি আবারো দিন ধার্য করা হয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে এবং ডিআরইউ সাধারন সম্পাদক মহি উদ্দিনের সঞ্চলনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক ও ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশীদ, বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, ডিআরইউ সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, শাহেদ চৌধুরী, মুরসালিন নোমানী, ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, নূরুল ইসলাম হাসিব, ডিআরইউ’র বর্তমান সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মধুসূদন মন্ডল, ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, সাইফুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, ডিআরইউ’র বর্তমান সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাবেক অর্থ সম্পাদক ও মাছরাঙা টিভির প্রধান বার্তা সম্পাদক রাশেদ আহমেদ, ডিআরইউ দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ডিআরইউ কার্যনির্বাহী সদস্য ফারহানা ইয়াছমিন জুঁথী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, ডিআরইউ সদস্য কদরাত-ই খোদা, গাজী আবু বকর, আশীষ কুমার দে।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ কার্যনির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন, রফিক মৃধা, মো. শরীফুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ।
ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ বলেন, সাংবাদিকদের হত্যার বিচার হয় না। অবিলম্বে সাগর রুনি হত্যার বিচার করতে হবে, দোষিদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এতদিনেও বিচার করতে না পারায় আইনশৃঙ্খলাবাহীনির যোগ্যতা দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করার দাবী জানান তিনি।
বক্তারা বলেন, সাংবাদিকদের হত্যা করা হলেও তার বিচার হচ্ছে না। সাগর রুনির হত্যা তদন্ত নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক কান্ডজ্ঞানহীন ও দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন। এমন বক্তব্য তিনি দিতে পারেন না। এমন বক্তব্য দেয়ার জন্য আইনমন্ত্রীর পদত্যাগ দাবী করা হয়। তদন্তকারী সংস্থা র্যাব ব্যর্থ হলে অন্য সংস্থাকে তদন্তের দায়িত্ব দেয়ার দাবী জানানো হয়। সাংবাদিকদের ঐব্যবদ্ধ হয়ে আরো কঠোর কর্মসূচি দেয়ার দাবী জানানো হয়।