ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও এসএ টিভির জয়েন্ট নিউজ এডিটর এনামুল হক সরকার (এনাম সরকার) -এর মাতা আবিদা মনসুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বুধবার (১৭ এপ্রিল) সকালে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনী জটিলতাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনি আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীনের মা আবিদা মনসুর।
বুধবার বাদ যোহর নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এনাম সরকার -এর মাতা আবিদা মনসুরের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান (মিজান রহমান) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এনামুল হক সরকার (এনাম সরকার)-এর মোবাইল নম্বর- 01711351436