ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক অর্থ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার মো. শফিকুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
মো. শফিকুল ইসলামের স্ত্রী মানসুরা ইয়াসমিন জানিয়েছেন, গত শুক্রবার অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়। ডাক্তার বলেছেন, হার্টে মাইনর এটাক করেছে। গতকাল শনিবার তার হার্টে ১টি রিং পরানো হয়েছে। তিনি এখন একটু ভালো আছেন।
মো. শফিকুল ইসলাম এর শারীরিক সুস্থতার জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন সবার কাছে দোয়া চেয়েছেন।
মো. শফিকুল ইসলামের মোবাইল নম্বর : 01716663613