ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক মুখপাত্রের সিনিয়র রিপোর্টার মালেক মল্লিকের পিতা মজিবর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার সকার ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে শেরপুরের নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনি আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ মাগরিব নামাজে জানাযা শেষে সন্ধ্যায় শেরপুরের শ্রীবরদীর বাকশা বাইদ গ্রামে দাফন করা হবে।
মালেক মল্লিকের পিতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মালেক মল্লিকের মোবাইল নম্বর- 01916-595214, 01633-930574