ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও আরটিভির উপবার্তা প্রধান মামুনুর রহমান খানের মাতা ফেরদৌস আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার সময় রাজধানীর মিরপুরের সাংবাদিক কলোনির নিজবাসায় তিনি মৃত্যুবরণ করেন। ফেরদৌস আরা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে ও নাতি-নাতনি আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বাদ জোহর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় পরে রাজশাহীর ঘোড়ামারা ক্রিকেট ক্লিনিক মাঠে বাদ এশা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
মামুনুর রহমান খানের মাতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মামুনুর রহমান খান এর মোবাইল নম্বর- 01911316331