ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ঢাকানিউজ২৪ডটকম এর নির্বাহী সম্পাদক সাব্বির মাহমুদ ব্রেন স্ট্রোক করেছেন। এতে তার ডান হাত ও ডান পা প্যারালাইজড হয়ে গেছে। ঈদের দিন সকালে ব্রেন স্ট্রোক করেন তিনি। হাসপাতালে ৫ দিন চিকিৎসা গ্রহন শেষে তিনি এখন বাসায় চিকিৎসা নিচ্ছেন।
সাব্বির মাহমুদের স্ত্রী কামরুন্নেসা মাহমুদ জানিয়েছেন, শনিবার চিকিৎসার জন্য তাকে সিআরপি হাসপাতালে ভর্তি করা হবে।
সাব্বির মাহমুদের শারীরিক সুস্থতার জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন সবার কাছে দোয়া চেয়েছেন।
সাব্বির মাহমুদের মোবাইল নম্বর : 01780225500