ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি মো: মিজানুর রহমান মহিমকে (মহিম মিজান) ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরান কর্তৃক হুমকী দেয়ার ঘটনায় ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
মহিম মিজান জানান, গত ১৮ জুন, ২০২৪ ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরান জনসভায় তার বক্তব্যে তার নাম উল্লেখ করে নানা ধরনের অপমান সূচক বক্তব্য রাখেন এবং হুমকি ধামকি দেন । একাত্তর টেলিভিশনে সংবাদ প্রকাশের জের ধরে এই আক্রোশপূর্ণ বক্তব্য রাখেন আল ইমরান।
আজ মঙ্গলবার (২৫ জুন) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন এই ধরণের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
ডিআরইউ নেতৃবৃন্দ এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে আল ইমরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ডিআরইউ মনে করে এই ধরনের বক্তব্য স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।