শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) হিসাবরক্ষণ কর্মকর্তা মো: গোলাম কিবরিয়ার মাতা মিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় পাবনা জেলার ইশ্বরদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি ১ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার সকাল ১১টায় নামাজে জানাযা শেষে ইশ্বরদীর থানা পাড়ার কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মো: গোলাম কিবরিয়ার মাতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মো: গোলাম কিবরিয়ার মোবাইল নাম্বার : ০১৭৬৪-৬০৬৭৯১