ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্য ও একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মোঃ হাবিবুর রহমানের (হাবিব রহমান) ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছে ডিআরইউ।
মোঃ হাবিবুর রহমান (হাবিব রহমান) জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবিতে গত রোববার রামপুরা-বাড্ডা এলাকায় হাজারো ছাত্র গণমিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সংবাদ সংগ্রহের জন্য তিনি সেখানে অবস্থান করছিলেন। দুপুর ১ টার দিকে হঠাৎ করে বিক্ষুব্ধ কিছু সন্ত্রাসী একাত্তর টিভির গাড়ি ভংচুর করে। এসময় সন্ত্রাসীরা হাবিব রহমানকে ঘিরে ধরে এবং হত্যার হুমকী দেয় এবং গালিগালাজ শুরু করে। উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা হাবিব রহমানকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এর আগেও খবর সংগ্রহের সময় হাবিব রহমামকে আক্রমণ করেন সন্ত্রাসীরা।
আজ শনিবার (১০ আগস্ট) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন সংগঠনের সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমানকে (হাবিব রহমান) গালাগালি ও ভয়-ভীতি প্রদর্শন এবং মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও ভীতি প্রদর্শন স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়। সংবাদ গণমাধ্যমে প্রচার করাই সাংবাদিকদের কাজ। অবিলম্বে মোঃ হাবিবুর রহমানের (হাবিব রহমান) ওপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহীনির প্রতি আহ্বান জানানো হয়।