ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও মোহনা টিভির হেড অব নিউজ বোরহানুল হক সম্রাটের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
বোরহানুল হক সম্রাট জানান, গত ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী মোহনা টেলিভিশনে অতর্কিত প্রবেশ করে তাকে হুমকি দিয়ে নিচে নিয়ে যায়। পরে তাকে মারপিট করে এবং অফিসে প্রবেশ না করলে হত্যা করা হবে এমন হুমকি দেয়। ওই ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে বোরহানুল হক সম্রাট ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়েছে ডিআরইউ।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন বোরহানুল হক সম্রাটকে মারধর ও হত্যার হুমকী দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, বোরহানুল হক সম্রাট একজন পেশাদার সাংবাদিক। তার ওপর হামলা ও ভয়-ভীতি প্রদর্শন অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনার পর থেকে বোরহানুল হক সম্রাট ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। চলমান পরিস্থিতিতে একটি পক্ষ সাংবাদিকদের ওপর হামলা ও ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে, যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানানো হয়।