ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক কালের কন্ঠের সম্পাদক হাসান হাফিজ ও প্রতিবেদক জাহিদুল ইসলামের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানী মামলা করেছে মেঘনা গ্রুপ। এই মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
আজ বুধবার (৬ নভেম্বর) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন কালের কন্ঠের বিরুদ্ধে মেঘনা গ্রুপের মানহানী মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য, অক্টোবরের ৯ তারিখে 'লক্ষ কোটি টাকা পাচারে মেঘনা গ্রুপ' শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। এতে সংক্ষুদ্ধ হয়ে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বাদী হয়ে কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং প্রতিবেদক মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ে মামলা করে। বসুন্ধরা গ্রুপের আরো ২ কর্মকর্তার নামও রয়েছে এই মামলায়।
জাহিদুল ইসলাম জানান, তথ্যভিত্তিক প্রতিবেদনে আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে মেঘনা গ্রুপের টাকা পাচারের বিস্তারিত তুলে ধরা হয়েছে। অক্টোবরের ১৪ তারিখ সমন জারি করা হয়। যা আরো পরে হাতে আসে।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, এই মামলার মাধ্যমে স্বাধীন গণমাধ্যমের কন্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়। অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরাই অনুসন্ধানী সাংবাদিকদের কাজ। তথ্যবহুল সংবাদ প্রকাশের পর সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টির অপচেষ্টা মাত্র।