সংবাদ বিজ্ঞপ্তি
আগামী ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) বার্ষিক সাধারণ সভা ও ৩০ নভেম্বর ২০২৪ শনিবার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার (৬ নভেম্বর, ২০২৪) নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ এর সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে রয়েছেনÑ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব আবু তাহের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব এলাহী নেওয়াজ খান সাজু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব মুহাম্মাদ বাকের হোসাইন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শহিদুল ইসলাম। নির্বাচন কমিশনের সভায় এই তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল
খসড়া ভোটার তালিকা প্রকাশ                        : ৭ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার বেলা ১১টা
খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি দেয়ার শেষ সময় : ৯ নভেম্বর ২০২৪ শনিবার বিকেল ৪টা
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ                         : ১১ নভেম্বর ২০২৪ সোমবার বিকেল ৪টা
মনোনয়নপত্র সংগ্রহ (নির্ধারিত মূল্যে)          : ১২ নভেম্বর ২০২৪ মঙ্গলবার বেলা ১১টা থেকে 
                                                              ১৩ নভেম্বর ২০২৪ বুধবার বিকেল ৫টা পর্যন্ত
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়                : ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার বিকেল ৫টা
মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ        : ১৬ নভেম্বর ২০২৪ শনিবার বিকেল ৫টা
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়                 : ১৮ নভেম্বর ২০২৪ সোমবার বিকেল ৫টা 
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ                             : ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার বেলা ২টা 
ভোট গ্রহণ                                                : ৩০ নভেম্বর ২০২৪ শনিবার 
                                                             (সকাল ৯টা থেকে বিরতিহীন বিকেল ৫টা পর্যন্ত)
                                                             স্থান : ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তন
মনোনয়নপত্র পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ডিআরইউ কার্যালয়ে রাখা বাক্সে জমা দিতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রতিসেট ১০০/- টাকার বিনিময়ে মনোনয়নপত্র কেনার সময়ে সংগ্রহ করা যাবে।
এছাড়াও প্রার্থীদের জন্য নির্বাচন কমিশন আচরণবিধি প্রণয়ন করেছেন :
* ডিআরইউ প্রাঙ্গণে কোনো প্রকার স্টিকার ও পোস্টার লাগানো এবং ব্যানার ও ফেস্টুন টানানো বা স্থাপন করা যাবে না। * শুধুমাত্র হাতে হাতে কার্ড বিতরণ ও অনলাইন মাধ্যমে প্রচারণা চালানো যাবে। * ব্যক্তিগত কুৎসাচার করা যাবে না। * অসুস্থ, প্রবীণ ও মহিলা ভোটারদের অগ্রাধিকার দিতে হবে। * কোন প্রার্থী ডিআরইউ প্রাঙ্গণে বহিরাগতদের আনতে পারবেন না। * জালভোট দেয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। * ডিআরইউ প্রাঙ্গণে কোন সেøাগান, মিছিল ও সমাবেশ করা যাবে না। * অবশ্যই ভোটার নম্বর জেনে ভোট কেন্দ্রে আসবেন।
যেসব পদে নির্বাচন অনুষ্ঠিত হবে :
সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, নারী বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, আপ্যায়ন সম্পাদক এবং কল্যাণ সম্পাদক (প্রতিটি পদে একজন করে)। কার্যনির্বাহী সদস্য ০৭ জন।

