শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও সমকালের বিশেষ প্রতিনিধি অমিতোষ পালের মা রাজলক্ষ্মী রাণী পাল পরলোকগমন করেছেন।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে কোলকাতার বারাসাতে মেঝ ছেলের বাসায় পরলোকগমন করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার রাতে বারাসাতের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
অমিতোষ পালের মায়ের পরলোকগমনে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অমিতোষ পালের মোবাইল নম্বর- 01711475529