শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অস্থায়ী সদস্য ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ক্রাইম বিভাগের স্টাফ করেসপন্ডেন্ট মিরাজ মাহবুব ইফতির মাতা রাজিয়া সুলতানা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর মিরপুরের কালশীতে সাংবাদিক প্লটে নিজ বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যুবরণ করেন তিনি। ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ২ ছেলে, নাতি আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ মাগরিব পিরোজপুরের কদমতলা ডুলিয়ারিতে জানাজা শেষে পারিবারিক তাকে দাফন করা হবে।
মিরাজ মাহবুব ইফতির মাতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মিরাজ মাহবুব ইফতির মোবাইল নম্বর- 01676029296