ডিআরইউ/০৭৮২/২০২১(১১) তারিখ : ১০ নভেম্বর, ২০২১
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২১ শুরু হয়েছে। আজ বুধবার পল্টনের আউটার স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি।
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউ সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিআরইউ ওয়ালটন গ্রপের মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ডিআরইউ সহ-সভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, দপ্তর সম্পাদক মো: জাফর ইকবাল তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, মো: মাহবুবুর রহমান, রফিক রাফি ও নার্গিস জুঁই উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনের খেলায় জয় পেয়েছে বাংলা ট্রিবিউন, ঢাকা প্রকাশ, একুশে টিভি, ঢাকা পোস্ট, যুগান্তর, রাইজিং বিডি, এনটিভি ও চ্যানেল আই। এবারের আসরে ৫২টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে ৫২ দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।
আগামীকালের খেলা- ১১ নভেম্বর, ২০২১ বৃহস্পতিবার
তারিখ ও বার সময় দল ও প্রতিপক্ষ গ্রুপ
১১/১১/২০২১ বৃহস্পতিবার সকাল ৮:৩০টা বাংলাদেশ কন্ঠ বনাম নিউজ বাংলা ২৪ ডি
ঐ সকাল ৮:৩০টা রেডিও টুডে বনাম বিজনেস পোস্ট ই
ঐ সকাল ৯:৩০টা সংগ্রাম বনাম ভোরের ডাক এফ
ঐ সকাল ৯:৩০টা এটিএন নিউজ বনাম জনকন্ঠ এ
ঐ সকাল ১০:৩০টা ভোরের কাগজ বনাম নয়া দিগন্ত জি
ঐ সকাল ১০:৩০টা সমকাল বনাম বৈশাখী টিভি এইচ
ঐ সকাল ১১:৩০টা মানবজমিন বনাম বাংলাদেশ পোস্ট সি
ঐ সকাল ১১:৩০টা এটিএন বাংলা বনাম বিজনেস স্ট্যান্ডার্ড ই
ঐ সকাল ১২:৩০টা আজকালের খবর বনাম বাংলাদেশ প্রতিদিন ডি
ধন্যবাদসহ
মাকসুদা লিসা
ক্রীড়া সম্পাদক
মোবাইল: ০১৫৫২৩২১৩৮৮