ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২১
দ্বিতীয় দিন নিউজ বাংলা ২৪, বিজনেস পোস্ট, ভোরের ডাক, এটিএন নিউজ, নয়া দিগন্ত, সমকাল, মানবজমিন, বিজনেস স্ট্যান্ডার্ড ও বাংলাদেশ প্রতিদিন জয়ী
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২১’ এর দ্বিতীয় দিনে জয় পেয়েছে নিউজ বাংলা ২৪, বিজনেস পোস্ট, ভোরের ডাক, এটিএন নিউজ, নয়া দিগন্ত, সমকাল, মানবজমিন, বিজনেস স্ট্যান্ডার্ড ও বাংলাদেশ প্রতিদিন।
আজ বৃহস্পতিবার পল্টনের আউটার স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ৪ উইকেটে নিউজ বাংলা ২৪ কাছে পরাজিত হয় বাংলাদেশ কন্ঠ। ম্যান অব দ্য ম্যাচ নিউজ বাংলা ২৪ এর তবিবুর রহমান। একই সময়ে দ্বিতীয় ম্যাচে রেডিও টুডের বিরুদ্ধে ওয়াক ওভার পায় বিজনেস পোস্ট। তৃতীয় খেলায় ভোরের ডাকের কাছে ১৬ রানে পরাজিত হয় সংগ্রাম। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নাজিউর রহমান সোহেল।
দিনের চতুর্থ খেলায় এটিএন নিউজ ১৩ রানে জনকন্ঠকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী দলের আরিফ হোসেন। পঞ্চম ম্যাচে নয়া দিগন্ত ৪ উইকেটে পরাজিত করে ভোরের কাগজকে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মনিরুল ইসলাম রোহান। দিনের ষষ্ঠ খেলায় সমকালের কাছে ৪৯ রানে পরাজিত হয় বৈশাখী টিভি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের সাখাওয়াত হোসেন জয়। সপ্তম খেলায় মানবজমিন ৯০ রানে বাংলাদেশ পোস্টকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জাকারিয়া পলাশ। অষ্টম খেলায় বিজনেস স্ট্যান্ডার্ড ২ রানে এটিএন বাংলাকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ রিয়াদ হোসেন। দিনের শেষ ম্যাচে বাংলাদেশ প্রতিদিন ৫ রানে আজকালের খবরকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাখাওয়াত কাওসার।
আগামীকাল সকাল ১১টায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার।
আগামীকালের খেলা- ১২ নভেম্বর, ২০২১ শুক্রবার
তারিখ ও বার সময় দল ও প্রতিপক্ষ গ্রুপ
১২/১১/২০২১ শুক্রবার সকাল ৮:৩০টা আমাদের সময় বনাম সংবাদ প্রতিদিন এ
ঐ সকাল ৮:৩০টা ইন্ডিপেন্ডেন্ট টিভি বনাম অবজারভার জি
ঐ সকাল ৯:৩০টা যমুনা টিভি বনাম নিউ নেশন বি
ঐ সকাল ৯:৩০টা ডেইলি স্টার বনাম নাগরিক টিভি এইচ
ঐ সকাল ১০:৩০টা দিনকাল বনাম খোলা কাগজ সি
ঐ সকাল ১০:৩০টা সময় টিভি বনাম একাত্তর টিভি এফ
ঐ সকাল ১১:৩০টা ডেইলি সান বনাম কালের কন্ঠ এফ
ঐ সকাল ১১:৩০টা রাইজিং বিডি বনাম বিজনেস পোস্ট ই
ধন্যবাদসহ
মাকসুদা লিসা
ক্রীড়া সম্পাদক
মোবাইল: ০১৫৫২৩২১৩৮৮