
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতি বছরের মত এবারও আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করে।
এ উপলক্ষে আজ ৮ মার্চ, শনিবার ডিআরইউ’র কর্মসূচীতে ছিল নারী সদস্যদের সম্মানে গিফট প্রদান।
গিফট প্রদান অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ, সহ-সভাপতি গাযী আনোয়ার, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মোঃ জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান ও সুমন চৌধুরী উপস্থিত ছিলেন। এসময় নারী সদস্যদের আড্ডায় ডিআরইউ চত্বর ও বাগান ছিল উৎসবমুখর।
উল্লেখ্য, কর্মসূচিতে অংশ নেয়া সকল নারী সদস্যকে ডিআরইউ’র পক্ষ থেকে শাড়ী (কাতান) এবং স্কয়ার এর সৌজন্যে গিফট হ্যাম্পার প্রদান করা হয়।
ধন্যবাদসহ-
রোজিনা রোজী
নারী বিষয়ক সম্পাদক