
সম্প্রতি দৈনিক জনকন্ঠ পত্রিকা থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও সাংবাদিক দীন ইসলাম পাঠান, মামুন-অর-রশিদ, শংকর কুমার দে, তপন বিশ্বাসসহ কয়েকজন সংবাদকর্মীর চাকুরিচ্যুতির ঘটনায় উদ্বেগ ও অফিসে ঢুকে সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছে ডিআরইউ।
আজ শুক্রবার (৯ মে, ২০২৫) ডিআরইউ,র সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল কার্যনির্বাহী কমিটির পক্ষে সংবাদকর্মীদের চাকুরিচ্যুতের ঘটনায় এ নিন্দা জানান।
উল্লেখ্য, গত ৪ মে ডিআরইউ সদস্য দীন ইসলাম পাঠান, মামুন-অর-রশিদ, শংকর কুমার দে, তপন বিশ্বাসসহ কয়েকজনকে কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকুরিচ্যুত করে কর্তৃপক্ষ।
এছাড়া সাংবাদিকদের উপর হামলা চালায় দূর্বৃত্তরা। অবিলম্বে সাংবাদিকদের চাকুরি পূর্নবহালের দাবির পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে দূর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ও প্রসাশনিক ব্যবস্থা নেয়ার জানান দাবি জানান ডিআরইউ নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬