
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ডিআরইউ সদস্য ও সদস্য সন্তানদের এক মাসব্যাপী দাবা প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫ সমাপ্ত হয়েছে।
আজ শনিবার (১০ মে, ২০২৫) সকালে ডিআরইউ’র কার্যালয়ে সদস্য ও সদস্য সন্তানদের প্রশিক্ষণের মধ্যে দিয়ে দাবা প্রশিক্ষণের সমাপ্তি হয়।
এই প্রশিক্ষণে ১২ জন সদস্য ও ৪২ জন সদস্য সন্তান অংশ নেন।
উল্লেখ্য: ১৮ এপ্রিল, ২০২৫ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপমহাদেশের প্রথম গ্রান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শরীফ হোসেন ফিদে মাষ্টার।