ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২১
ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২১ এ চ্যাম্পিয়ন হয়েছে দৈনিক ইনকিলাব দল। টুর্নামেন্টের রানার্স আপ হয়েছে চ্যানেল আই দল। আজ বৃহস্পতিবার পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইনকিলাব ৪ উইকেটে পরাজিত করে চ্যানেল আইকে। ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১০৮ রানের বড় টার্গেট ছুড়ে দেয় ইনকিলাবকে। দুই ব্যাটার ইয়াছিন রানা ও মাজহারুল ইসলামের দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে এই রান টপকে সহজেই জয়ের লক্ষে পৌঁছে যায় ইনকিলাব। ৩ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফারুক হোসাইনের দল। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন ইনকিলাবের মাজহারুল ইসলাম।
ফাইনাল ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানীর সভাপিতত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক উদয় হাকিম।
ফরিদা ইয়াসমিন বলেন, খেলাধুলা শরীর ও মনকে চাঙ্গা রাখে। তাই মাঝে মাঝে এই ধরণের আয়োজনের প্রয়োজন রয়েছে। যা ডিআরইউ সব সময়ই করে থাকে।
ইলিয়াস খান বলেন, সাংবাদিকরা শুধু ভালো সংবাদ প্রকাশই নয়; ভালো ক্রিকেটও খেলে, ডিআরইউ’র এই টুর্নামেন্ট তার প্রমাণ। একই সঙ্গে ডিআরইউ ক্রিকেটসহ সাংবাদিকদের খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করায় ওয়ালটনকে তিনি ধন্যবাদ জানান।
মুরসালিন নোমানী বলেন, ডিআরইউ’র বছরব্যাপি নানা আয়োজনের অন্যতম আকর্ষণীয় এই ক্রিকেট টুর্নামেন্ট। সদস্যরা নানামুখী ব্যস্ততার মধ্যেও উৎসাহ নিয়ে ক্রিকেট অংশগ্রহণ করে। তিনি সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করায় ক্রীড়া সম্পাদকসহ অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার তত্ত্বাবধানে পুরো টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী শুভেচ্ছা স্বারক তুলে দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক উদয় হাকিমকে। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রপের মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, প্রচার ও প্রকাশন সম্পাদক মাইদুর রহমান রুবেল, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রুমানা জামান ও রফিক রাফি।
ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২১ এ ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ডেইলি স্টার। চ্যানেল আই’র রাহুল রায় ২০৭ রান ও ৩ উইকেট নিয়ে বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়। সেরা ব্যাটসম্যান ভোরের ডাকের ইমরুল কাওসার ইমন (১১৭ ও ৩ উইকেট)। সর্বোচ্চ উইকেট শিকারী নির্বাচিত হন ইনকিলাবের ফারুক হোসাইন (৮ উইকেট)। বেস্ট ফিল্ডার ইনকিলাবের মাইনুল হাসান সোহেল।
এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২১’ এর প্রথম সেমিফাইনালে ইনকিলাব ৫ উইকেটে ডেইলি স্টারকে পরাজিত করে। ডেইলি স্টার প্রথমে ব্যাট করে ৫৯ রানের টার্গেট ছুড়ে দেয় ইনকিলাবকে। জয়ে লক্ষে সহজে পৌঁছে যায় ইনকিলাব ১ উইকেট হারিয়ে। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের মাইনুল হাসান সোহেল।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে চ্যানেল আই ৮ রানে পরাজিত করে আরটিভিকে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাহুল রায়।
দুটি সেমিফাইনালের পুরষ্কার বিতরণীতে অতিথি হিসেবে ছিলেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট। এ সময় ডিআরইউ’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সহ-সভাপতি ওসমান গনি বাবুল, ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান ও রিয়াজ চৌধুরী উপস্থিত ছিলেন।
ধন্যবাদসহ
মাকসুদা লিসা
ক্রীড়া সম্পাদক
মোবাইল: ০১৫৫২৩২১৩৮৮
![](assets/img/blog/6.jpg)