
শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম সজল এবং একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার শারমিন নাহার নীরার পিতা আব্দুল ওহাব মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টায় গোপালগঞ্জে মারা যান তিনি। ক্যান্সারসহ নানা জটিল রোগে ভুগছিলেন ওহাব মোল্লা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি সাত ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর গোপালগঞ্জ সদরে নামাজে জানাজা শেষে সরকারি কবরস্থানে মায়ের পাশে মরহুমকে দাফন করা হবে।
জাহিদুল ইসলাম সজল এবং শারমিন নাহার নীরার পিতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জাহিদুল ইসলাম সজলের মোবাইল নম্বর- 01926020202
শারমিন নাহার নীরার মোবাইল নম্বর- 01841710206
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬