
ঢাকা রিপোর্টারর্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ইটিভির স্পোর্টস রিপোর্টার আবু হোরায়রা তামিম অসুস্থ। তিনি হার্টের রোগে ভুগছেন। গত ১১ এপ্রিল বুকে প্রচন্ড ব্যথা হওয়ায় ১২ এপ্রিল তাকে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। তিনি সেখানে ড. অশোক কুমার দত্তের অধীনে চিকিৎসাধীন আছেন। আগামীকাল সোমবার সকালে তার এনজিওগ্রাম হবার কথা রয়েছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
আবু হোরায়রা তামিমের শারীরিক সুস্থতার জন্য ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সবার কাছে দোয়া চেয়েছেন।
আবু হোরায়রা তামিমের মোবাইল নম্বর- 01911350423
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬