
গুজব ও অপতথ্যের বিরুদ্ধে কলমের শক্তি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
মঙ্গলবার (২১অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য পিআইবি আয়োজিত ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণের সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন।
পিআইবি মহাপরিচালক বলেন, জুলাই আন্দোলনে ঘটনাপ্রবাহের তুলনায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ভূমিকা ছিল অনেক বড়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাংবাদিকদের উচিত ডিজিটাল সাংবাদিকতায় আরও দক্ষতা অর্জন করা। এই দুই দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেছেন, যা ভবিষ্যতে যেকোনো প্রতিকূল পরিস্থিতি আরও দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে সহায়ক হবে।
পিআইবি সেমিনার কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবি পরিচালনা বোর্ডের সদস্য ও বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভুইয়া প্রমুখ।
পিআইবির মহাপরিচালক বলেন, পিআইবি সাংবাদিকদের মানোন্নয়নের লক্ষ্যে সর্বদা কাজ করে এসেছে। এখন কাজের পরিধি আরও বিস্তার লাভ করেছে। সামনে আরও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সাংবাদিকদের প্রয়োজন মোতাবেক পিআইবি সরবরাহ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
মাইনুল হাসান সোহেল বলেন, পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য পিআইবি এই সুযোগ করে দিয়েছে। এজন্য ধন্যবাদ। আশা করি আরও একাথিক প্রশিক্ষণের ব্যবস্থা করবে প্রতিষ্ঠানটি। আমরা একসঙ্গে পথ চলতে চাই।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩৫ জন সদস্য অংশ নেন। সাংবাদিকতায় মোবাইল ফোন ব্যবহারের প্রয়োজনীয় কলাকৌশল, মোবাইল শুটিং, ডিজিটাল সাংবাদিকতা ও ফ্যাক্ট চেকিংসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।