ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৫
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ভিসতার সহযোগিতায় চলমান ভিসতা-ডিআরইউ’ ক্রীড়া উৎসব-২০২৫ এর পুরুষদের কল ব্রীজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ২৪ বাংলাদেশ এর দেলোয়ার হোসেন মহিন। রানার আপ হয়েছেন নয়া দিগন্তের আবু সালেহ আকন। তৃতীয় স্থান অধিকার করেন প্রতিদিনের সংবাদের ইকরামুল কবীর টিপু।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের পরিচালনায় ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক রফিক মৃধা ও কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূঁইয়া।
ধন্যবাদান্তে-
মো. মজিবুর রহমান
ক্রীড়া সম্পাদক
০১৭১১-৮২৭০৯৩

