শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও এখন টেলিভিশনের বার্তা সম্পাদক তোফায়েল আহম্মাদের পিতা মো. আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বেশকিছুদিন থেকেই তিনি কিডনি রোগে ভুগছিলেন।
তিনি ১ ছেলে, ৩ মেয়ে, নাতী নাতনী সহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
ঐদিন বাদ মাগরিব জন্মস্থান সিরাজগঞ্জের বেলকুচি থানার কলাগাছি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তোফায়েল আহম্মাদের পিতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ তোফায়েল আহম্মাদের পিতার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তোফায়েল আহম্মাদের মোবাইল নাম্বার - 01712171690
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬

