শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ'র পিতা আবুল কাশেম আহমেদ আজিজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর পৌনে ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিছুদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি বাংলাদেশ বেতার থেকে অবসর নেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে পূর্বাচল ও আজিমপুরে দুই দফায় জানাজা সম্পন্ন হয়।
তুষার আবদুল্লাহ'র পিতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তুষার আবদুল্লাহ’র মোবাইল নাম্বার - 01964444447
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬

