![সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের কফিনে ডিআরইউ’র শ্রদ্ধা](https://www.dru.com.bd/uploads/shares/IMG_20211226_143210--2021-12-26-21-47-15.jpg)
ডিআরইউ/০০৪৫/২০২১(১২) তারিখ : ২৬ ডিসেম্বর, ২০২১
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও দি ফিনান্সিয়াল হেরাল্ড পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদের কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন ডিআরইউ নেতৃবৃন্দ।
আজ রোববার বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবে রিয়াজ উদ্দিন আহমেদের নামাজে জানাযা শেষে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে ফুল দিয়ে তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় ডিআরইউ’র কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ উপস্থিত ছিলেন। ডিআরইউ’র সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন ও রাজু আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল ও স্থায়ী সদস্য মানিক লাল ঘোষও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রিয়াজ উদ্দিন আহমেদ ২৫ ডিসেম্বর, ২০২১ শনিবার দুপুর ১টা ৩০মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন। আজ রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
রিয়াজ উদ্দিন আহমেদের
কফিনে ডিআরইউ নির্বাচন কমিশনের শ্রদ্ধা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও দি ফিনান্সিয়াল হেরাল্ড পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদের কফিনে শ্রদ্ধা নিবেদন করেছে ডিআরইউ নির্বাচন কমিশন।
ডিআরইউ নির্বাচন কমিশনের সদস্য এম শাহজাহান মিয়া, মনজুরুল আহসান বুলবুল ও এম এ আজিজ তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিব উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬