ডিআরইউ/০০৬৭৫/২০২২(০১) ০৪ জানুয়ারী, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্যান্টিনের জন্য ৯০০ পিস ক্রোকারিজ সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ সিরামিকস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিসিএমইএ।
আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সংগঠনের ক্যান্টিনে ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের কাছে ক্রোকারিজ সামগ্রী হস্তান্তর করেন বিসিএমইএ এর সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা।
ক্রোকারিজ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে মো. সিরাজুল ইসলাম মোল্লা বলেন, সাংবাদিকদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিআরইউ’র সাথে বিসিএমইএ’র পথচলা শুরু হলো। ভবিষ্যতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে কোন প্রয়োজনে পাশে থাকবে বিসিএমইএ বলেও উল্লেখ করেন তিনি।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সহ-সভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, দপ্তর সম্পাদক রফিক রাফি, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান ও সংগঠনের সদস্যরা।
এসময় আরো উপস্থিত ছিলেন বিসিএমইএ এর সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন ও নির্বাহী সচিব জাহেদী হাসান চৌধূরী।
অনুষ্ঠানে ডিআরইউকে ক্রোকারিজ সামগ্রী প্রদান করায় সংগঠনের পক্ষ থেকে বিসিএমইএ কে ধন্যবাদ জানানো হয়।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬